Headlines

বাম্পার অফার! অতি সহজ কিস্তিতে ১৫০০০ টাকা পার্সোনাল লোন দিচ্ছে গুগল পে! এখুনি করুন আবেদন

বর্তমানে ডিজিটাল লেনদেনের মধ্যে অন্যতম বড় প্ল্যাটফর্ম হল গুগল পে (Google Pay) বা GPay। সাধারণ মানুষ এখন এতটাই এর উপর নির্ভরশীল হয়ে গেছে যে ফুটপাতের ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় শপিং মল সহ সমস্ত জায়গায় এর ব্যবহার দেখা যাচ্ছে। ডিজিটাল এই লেনদেন দেশের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন নিয়ে এসেছে।

লোন দেবে গুগল পে:

তবে সম্প্রতি গুগল পে (Google Pay) গ্রাহকদের জন্য নতুন একটি ফিচারস নিয়ে এসেছে যা সাহায্যে সাধারণ মানুষ আরো অনেক বেশি উপকৃত হবে। গুগল পের সাহায্যে এখন আপনি চাইলে লোন ও নিতে পারেন। Google pay ১৫০০০ টাকা পর্যন্ত লোন প্রদান করতে পারবে। আর এই লোন আপনি মাসিক ১১১ টাকা দিয়ে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

স্যাশে লোন:

Google pay-এর এই লোনের নাম হল স্যাশে লোন। এই লোন নেওয়ার জন্য আপনাকে কোন অফিসে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই গুগল পের সাহায্যে লোন নিতে পারবেন। এই লোন নিতে হলে আপনাকে বাড়িতে বসে অনলাইন মাধ্যমে একটি ফর্ম পূরণ করে জমা করতে হবে। এই অ্যাপের মাধ্যমে লোন নেওয়া যাবে।

সাধারণ মানুষদের বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক কাজের সাহায্য করার জন্য গুগল পেয়ে এই পরিকল্পনা করেছে। এর জন্য ePayLater-এর সঙ্গে অংশীদারিত্বে একটি ক্রেডিট লাইন চালু করছে এই অ্যাপ।

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

• আবেদন করার জন্য প্রথমে গুগল পে অ্যাপে মানি লেখা ট্যাবে ক্লিক করতে হবে।

• এরপরে লোন অপশনে ক্লিক করলে আপনি লোনের অফার অপশন দেখতে পাবেন।

• লোন অফার গুলির মধ্যে প্রি অ্যাপ্রুভার লোন অপশন দেখতে পাবেন। এখানে লোন সম্পর্কিত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।

• এরপর ইএমআই অপশনে গিয়ে সুবিধামতো ইএমআই বেছে নিন।

• আপনি যে লোন নিতে চান সেই ব্যাপারে লোনের জন্য গুগল পে-তে দেওয়া প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

• এরপর আপনার প্রদর্শিত নম্বরে একটি ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

• আপনার ব্যাংকের আবেদন সম্পূর্ণ হলে লোন ট্যাব চেক করতে হবে। উপরের আবেদনগুলি সঠিকভাবে সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টে লোনের সম্পূর্ণ টাকা ঢুকে যাবে।

Leave a Reply