Headlines

মেয়ের বিয়ে নিয়ে চিন্তা? মুশকিল আসান করবে রূপশ্রী প্রকল্প! ২৫ হাজার টাকা পেতে এই ভাবে করুন আবেদন

আমার বাংলা ডেস্ক : পশ্চিমবঙ্গে বহু পরিবার রয়েছে যাদের আর্থিক সামর্থতার কারণে মেয়ের বিয়ে সংকটের সামনে দাঁড়ায়। আজও অনেক বাবা-মা, কন্যা সন্তানের জন্মের পর, তার বিয়ের অর্থ সঞ্চয় করতে শুরু করে দেয়। তাই, সেইসব পরিবারের পাশে দাঁড়াতে, পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) এর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে, আর্থিক সমস্যাগ্রস্থ মহিলাদের বিবাহের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান হয়।

তাই, আপনি যদি রূপশ্রী প্রকল্পের সুবিধা নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান, তাহলে, এই নিবন্ধটি শেষ প্রযন্ত পড়ুন। এখানে রূপশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও ফর্ম ফিলআপ সহ আমি আপনাদের বিস্তারিত তথ্য জানাবো।

প্রকল্পের নাম  রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) 
বিভাগ/মন্ত্রণালয়  শিশু বিকাশ এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার 
সূচনার সাল  ২০১৮ 
উপভোক্ত  ১৮ বছরের ঊর্ধ্বে অবিবাহিতা মহিলা 
উদ্দেশ্য  মেয়েদের বিয়ের সময় দারিদ্র পরিবারের আর্থিক সমস্যার সমাধান করা। 
আবেদনের মাধ্যম  অফলাইন 
আবেদনের ফর্ম  https://nabanna.in/rupashree-form-download/ 
অফিসিয়াল ওয়েবসাইট  https://wbrupashree.gov.in/ 
হেল্পলাইন নম্বর  033-23373846 

 

কী এই রূপশ্রী প্রকল্প? (What is Rupashree Scheme?)

রূপশ্রী প্রকল্প একটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। যার মাধ্যমে, মেয়েদের বিয়ের সময় দারিদ্র পরিবারদের ২৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়। এই প্রকল্পটি, পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত।

পশ্চিমবঙ্গের দারিদ্র পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক সাহায্য করতে ২০১৮ সালে, রাজ্যের মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প বাস্তবায়িত করেন। তার পর থেকে, বহু মানুষ এই প্রকল্পের পরিষেবা পেয়েছে। তাই, এই প্রকল্পের সুবিধা নিতে নিচে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

রূপশ্রী প্রকল্পের যোগ্যতা (Eligibility)

পশ্চিমবঙ্গের যেকোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারে, যদি সে বিয়ের প্রস্তুতি নেয় এবং নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে।

• আবেদনকারীকে কমপক্ষে ৫ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বা, তার বাবা-মা কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

• আবেদনের সময়, আবেদনকারীর বয়স ১৮ বা তার থেকে বেশি হতে হবে।

• শুধুমাত্র অবিবাহিত মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

• পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ৫০ হাজার টাকা বা তার থেকে কম হতে হবে।

• মহিলার হবু স্বামীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।

• শুধুমাত্র প্রথম বিবাহের জন্য আবেদনকারী রূপশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে।

রূপশ্রী প্রকল্পে সরকারের অনুদান কত?

রূপশ্রী প্রকল্পের আওতায়, উপযুক্ত ও যোগ্য মহিলাদের বিবাহের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

রূপশ্রী প্রকল্প এর আবেদন করবেন কিভাবে? (Application)

• রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য, প্রথমে নিচে থেকে রূপশ্রী প্রকল্প ফর্ম ডাউনলোড করুন।

• তারপর, আবেদন পত্রটি প্রিন্ট করে ফিলআপ করুন।

• বা, আপনি বিডিও, এসডিও অথবা মিউনিসিপাল অফিস থেকে বিনামূল্যে রূপশ্রী প্রকল্পের আবেদন পত্র সংগ্রহ করতে পারেন।

• রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলআপ করার পর, প্রাসঙ্গিক নথির সাথে ফর্মটি বিডিও, এসডিও অথবা মিউনিসিপাল অফিসে জমা দিতে হবে।

• তাছাড়া, আপনি সরাসরি দুয়ারে সরকার কর্মসূচিতে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলআপ করে সরাসরি জমা দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে না।

রূপশ্রী প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?

• আবেদনকারীর বয়সের প্রমাণ পত্র (জন্ম সার্টিফিকেট/ভোটার কার্ড/প্যান কার্ড/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/আধার কার্ড বা টিসি সার্টিফিকেট এর জেরক্স)

• ইনকাম সার্টিফিকেট এর জেরক্স

• ঠিকানার প্রমাণ পত্রের জেরক্স

• ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স (ফটোর সাথে)

• হবু স্বামীর বয়সের প্রমাণ পত্রের জেরক্স (জন্ম সার্টিফিকেট/ভোটার কার্ড/প্যান কার্ড/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/আধার কার্ড বা টিসি সার্টিফিকেট এর জেরক্স)

• আবেদনকারী ও তার হবু স্বামীর রঙিন পাসপোর্ট ফটো।

রূপশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

• রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে প্রথমে https://wbrupashree.gov.in/ ওয়েবসাইটে যান।

• তারপর, “Track Application” তে ক্লিক করুন।

• এরপর, আপনার অ্যাপ্লিকেশন আইডি ও যেই সালে প্রকল্পে আবেদন করেছিলেন, সেটি লিখুন। (প্রকল্পে আবেদনের কিছু দিন পর আপনার ফোন মেসেজে অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন।)

• তারপর, “SUBMIT” তে ক্লিক করুন।

• সাবমিট তে ক্লিক করার পর, আপনার সামনে আবেদনকারীর নাম ও পরিচয় সহ প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসে যাবে।

 

হেল্পলাইন (Helpline)

• রূপশ্রী প্রকল্প হেল্পলাইন নম্বর – 033-23373846

• ই-মেইল আইডি: [email protected]

Leave a Reply