Headlines

১৫০ পদে নিয়োগ করবে নাবার্ড! কিভাবে করবেন আবেদন? রইলো বিস্তারিত

আমার বাংলা ডেস্ক : একের পর এক ব্যাঙ্কে চলছে একাধিক কর্মী নিয়োগ। জারি হচ্ছে বিজ্ঞপ্তি। সেই তালিকায় নতুন যোগ হলো নাবার্ড। নাবার্ড ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এ সরকারি চাকরি পাওয়ার দারুন সুযোগ! একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের (NABARD Recruitment 2023) জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

শূন্যপদের সংখ্যা :

National Bank for Agriculture and Rural Development (NABARD) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের সত্ত্বর এই পদের জন্যে আবেদন করুন।

কীভাবে করবেন আবেদন?

সরকারি চাকরি (NABARD Recruitment 2023) পাওয়ার জন্যে প্রস্তুতি নেন অনেকেই। তাঁদের জন্যে বড় সুযোগ। তবে NABARD-এ এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ক্লিক করুন এই লিঙ্কে :

https://www.nabard.org/।গত ২ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে।

আবেদনের জন্য রইল বিজ্ঞপ্তির বিস্তারিত:

পরীক্ষার মাধ্যমে এই পদের (NABARD Recruitment 2023) জন্যে নিয়োগ করা হবে। আগামী ১৬ অক্টোবর প্রথম ধাপের পরীক্ষা হতে পারে। শূন্যপদের জন্য আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে-NABARD Recruitment 2023 ক্লিক করতে হবে।

এই পদের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন?

যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

Leave a Reply