অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে Post Office এ নিজেদের উপার্জিত অর্থ বিনিয়োগ করে থাকেন। পোস্ট অফিসে সাধারণ মানুষদের জন্য ১০ টি স্কিম রয়েছে যেগুলি সব একে অপরের থেকে ভিন্ন। পোস্ট অফিসে এমনই একটা দুর্দান্ত স্কিম রয়েছে যেখানে প্রতিমাসে ১০০০ টাকা বিনিয়োগ করলে ৫ বছর পর আপনি খুব ভালো রিটার্ন পাবে। আজকের এই প্রতিবেদনটিতে পোস্ট অফিসের এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতিমাসে আপনাকে নির্দিষ্ট করিবেন পোস্ট অফিসে যাওয়া করতে হবে এবং ৫ বছর পর রেকারিং ডিপোজিট স্কিমটি ম্যাচুরিটি হবে।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে একাউন্ট খোলার জন্য কী যোগ্যতা প্রয়োজন?
এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের (Post Office) রেকারিং ডিপোজিট স্কিমে কারা একাউন্ট খুলতে পারবেন।
• যেকোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ ১৮ বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট একাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে বয়সের কোন প্রকার ঊর্ধ্বসীমা নেই।
• ১০ বছর বয়স বা তার ঊর্ধ্বে যেকোন মাইনর নিজের নামে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট একাউন্ট খুলতে পারেন।
• ১০ বছর বয়সের কম বা প্রতিবন্ধী ব্যক্তির হয়ে তার পিতা-মাতা রেকারিং ডিপোজিট খুলতে পারবেন।
স্কিমের নাম | পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম | |
১) | এই স্কিমে একাউন্ট কোথায় খুলতে পারবেন। | যেকোনো পোস্ট অফিসে আপনি রেকারিং ডিপোজিট একাউন্ট খুলতে পারবেন। |
২) | একাউন্টের প্রকারভেদ | এই স্কিমে আপনি Single এবং Joined একাউন্ট খুলতে পারবেন। |
৩) | সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ | পোস্ট অফিসের এই স্কিমে সর্বনিম্ন ডিপোজিট এর পরিমাণ হলো ১০০ টাকা। |
৪) | সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ | পোষ্ট অফিস RD স্কিমে সর্বোচ্চ ডিপোজিটের কোন লিমিট নেই। আপনি ১০০ টাকার পর ১০ টাকার গুনিতকে যত খুশি টাকা জমা করতে পারবেন। |
৫) | নমিনি সুবিধা | এই স্কিমে আপনি নমিনি সুবিধা পাবেন। |
৬) | সুদের পরিমাণ | ৬.৫% |
৭) | ম্যাচুরিটির সময়কাল | ৫ বছর |
৮) | প্রিম্যাচিউর ক্লোজ | এক্ষেত্রে আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন অর্থাৎ ম্যাচুরিটি হওয়ার আগে টাকা তুলে নিতে পারবেন। |
৯) | লোনের সুবিধা | আপনি আপনার RD একাউন্ট থেকে লোন নিতে পারবেন। |
এই স্কিমে কত টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন তার তালিকা :
প্রতিমাসে জমা টাকার পরিমাণ |
মোট জমানো টাকার পরিমান | জমা টাকার উপর সুদের পরিমাণ | রিটার্নের পরিমাণ |
---|---|---|---|
৫০০ টাকা | ৩০,০০০ টাকা | ৫,৪৯৮ টাকা | ৩৫,৪৯৮ টাকা |
৮০০ টাকা | ৪৮,০০০ টাকা | ৮,৭৯৫ টাকা | ৫৬,৭৯৫ টাকা |
১,০০০ টাকা | ৬০,০০০ টাকা | ১০,৯৮৯ টাকা | ৭০,৯৮৯ টাকা |
১,৫০০ টাকা | ৯০,০০০ টাকা | ১৬,৪৮৭ টাকা | ১,০৬,৪৮৭ টাকা |
২,০০০ টাকা | ১,২০,০০০ টাকা | ২১,৯৮৩ টাকা | ১,৪১,৯৮৩ টাকা |
৩,০০০ টাকা | ১,৮০,০০০ টাকা | ৩২,৩৭২ টাকা | ২,১২,৯৭২ টাকা |
৫,০০০ টাকা | ৩,০০,০০০ টাকা | ৫৪,৯৫৭ টাকা | ৩,৫৪,৯৫৭ টাকা |
৭,০০০ টাকা | ৪,২০,০০০ টাকা | ৭৬,৯৩২ টাকা | ৪,৯৬,৯৩২ টাকা |
১০,০০০ টাকা | ৬,০০,০০০ টাকা | ১,০৯,৯০২ টাকা | ৭,০৯,৯০২ টাকা |
এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে কত টাকা জমা করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন তার একটি সম্পূর্ণ তালিকা।